প্রধান শিক্ষকের বার্তা

সবাইকে শুভেচ্ছা। শিক্ষা মানুষের মৌলিক অধিকার।নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রস্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টা স্বীয় অর্থ ও ভূমি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার অন্তর্গত হাওর নদীর  পাশে গড়ে উঠেছে একটি ঐতিহাসিক  শিক্ষা প্রতিষ্ঠান ঈশ্বরদী  মাধ্যমিক  বিদ্যালয় একতারপুর হাট খোকসা । বিদ্যালয়ের উদ্দেশ্যেই হচ্ছে শিক্ষার্থীদেরকে আধুনিক যুগোপোযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে তাদেরকে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা।এ ঐতিহাসিক  শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে ১৯৬৪সালে। প্রতিষ্ঠানটিতে রয়েছে বিজ্ঞান,মানবিক, বাণিজ্য শাখাসহ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা। কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি  প্রায় ০৫ যুগ ধরে  শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ করে চলেছে এবং সর্ব শ্রেনির  মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে পরিগনিত হয়েছে।প্রতিটি বোর্ড পরীক্ষায় ফলাফলে সেরার দাবী রেখে চলেছে।এই ঐতিহাসিক  শিক্ষা প্রতিষ্ঠান শুরু থেকেই লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটিতে রয়েছে স্মার্ট  স্কাউট ইউনিট দল। বিদ্যালয়ের ওয়েবসাইটটি ভিজিট করলে এই প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাদি পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ।

মো: আব্দুর রহিম , প্রধান শিক্ষক,

ঈশ্বরদী মাধ্যমিক  বিদ্যালয়, খোকসা,কুষ্টিয়া।

School Address

ISWARDI SECONDARY HIGH SCHOOL

EIIN: 117623 || Khoksa, Kushtia.

01718252534

iswardi1964@gmail.com, rahim3854@gmail.com

Quick Contact

Visitor Counter

Total Visitor: 4131

Photo Gallery